কেনো মানুষ শুচিবাই রোগে আক্রান্ত হয়?
দীপিকা পাডুকোন হচ্ছেন একজন বলিউড তারকা।দুনিয়া জুড়ে কোটি কোটি ভক্ত তার। অর্থক্ষ্যাতি কোনো কিছুরই তার অভাব নেই।বিয়ে করেছেন বছর দুই এক আগে। ভদ্র মহিলা খুব সুখেই আছেন। কিন্তু কয়েক বছর আগেও আক্রান্ত ছিলেন ভয়াবহ একটি মানসিক চাপে। ইন্ডাস্ট্রির এক নম্বর নায়িকা তখনও তিনি ছিলেন।যখনও মানসিক রোগের কারণে সে নিজেকে শেষ করে দিতে চাইতো।দীপিকার এই ডিপ্রেশনের …